মার্চ ১৯৭৫ঃ চরমপন্থি নেতা আলাউদ্দিন গ্রেফতার
পলাতক চরমপন্থি নেতা আলাউদ্দিনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দেশ স্বাধীনের পর ভাষা মতিন এবং আলাউদ্দিন মিলে স্বাধীন এলাকা প্রতিষ্ঠার জন্য বৃহত্তর রাজশাহী এলাকায় সশস্র আন্দোলন শুরু করে। তাদের আরেক সহযোগী ছিল অহিদুর রহমান। তাদের দমন করার জন্য ৭২ সালে সেনাবাহিনীর ১১ বেঙ্গল মোতায়েন করা হয়। সেনাবাহিনী কঠোর ভাবে দ্রুত চরমপন্থীদের দমন করে। নিন্দুকেরা এ সকল নক্সাল নিধনকে আওয়ামী লীগের খারাপ কাজ বলে অভিহিত করে থাকে।