৩০ আগস্ট ১৯৭১ঃ ওয়াশিংটনের ন্যাশনাল প্রেসক্লাবে আগা হিলালি
পাকিস্তান সরকারের বিরুদ্ধে সিনেটর এডওয়ার্ড কেনেডির সমালোচনার জবাব দানের জন্য পাকিস্তানের রাষ্ট্রদুত আগা হিলালি গত ৩০ আগস্ট ওয়াশিংটনের ন্যাশনাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন। হিলালি বলেন এডওয়ার্ড কেনেডি ও আমেরিকার জনগন ভারতের প্রচারনায় বিভ্রান্ত হয়েছেন। তার পূর্ব পাকিস্তান সফরে অনুমতি না দেয়ার কারন হিসেবে জানান তার সফরকালে সেখানে প্রচণ্ড বিক্ষোভ হবার সম্ভাবনা ছিল।