৩০ আগস্ট ১৯৭১ঃ রুমী, আলতাফ সহ ১১ গেরিলা যোদ্ধা গ্রেফতার
ভোর ৫-৬ টায় ৮ জনের পাকবাহিনী আকস্মিভাবে এলিফ্যান্ট রোডের ৩৫৫ নম্বর কনিকা বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে। তারা সামাদ ও আলতাফকে নিয়ে বাড়ীর পিছনে টিউবওয়েলের পাশে খোঁড়াখুঁড়ি করে বড় এক ট্রাঙ্ক অস্র পায়। সেখান থেকে এবং বিভিন্ন স্থান থেকে পাকসেনারা শহীদ বদিউল আলম বদি তপন শহীদ শাফী ইমাম রুমি, শহীদ আলতাফ মাহমুদ, শহীদ হাফিজুর রহমান হাফিজ, শহীদ মাগফার চৌধুরী আজাদ, শহীদ মোহাম্মদ আবুবকর সহ ১১ জনকে ধরে ঢাকা ক্যান্টনমেন্ট এ নিয়ে যায়।১১ জনের মধ্যে তিনজন জীবিত ফিরে আসতে সক্ষম হন।