You dont have javascript enabled! Please enable it! 1971.08.30 | রাজাকারদের হাতে প্রদেশের বিভিন্ন স্থানে ভারতীয় চর নিহত - সংগ্রামের নোটবুক

৩০ আগস্ট ১৯৭১ঃ রাজাকারদের হাতে প্রদেশের বিভিন্ন স্থানে ভারতীয় চর নিহত

রাজশাহীর গোগরা বিল এলাকায় গ্রামবাসীরা সশস্র দুষ্কৃতিকারীদের হামলা প্রতিরোধ করেছে। গ্রামবাসীদের হামলায় দুজন নিহত একজন ধরা পরে। সিলেটের বিয়ানীবাজার কারাভার গ্রামে রাজাকাররা গ্রামবাসীর সহযোগিতায় ৪ জন দুষ্কৃতিকারীদের হত্যা করে ৩জন আটক করে। লাকসামের নাথের পুতুল ইউনিয়নের জনসাধারন কয়েকজন দুষ্কৃতিকারী আটক করে। চাঁদপুরের তারপুর চাঁদ ইউনিয়নের জনগনের প্রচেষ্টায় কয়েকজন দুষ্কৃতিকারী একটি বন্দুক ও ৫টি রাইফেল সহ স্থানীয় শান্তি কমিটির কাছে আত্মসমর্পণ করে। কুষ্টিয়ার কুমারখালী থানার পাটনী গ্রামের রাজাকার ও গ্রামবাসী ৬ জন ভারতীয় দুষ্কৃতিকারীকে হত্যা করে দুজনকে আহত করে এবং একজনকে আটক করে। শান্তি কমিটির নেতা খেলাফত হোসেনের বাড়ী ঘেরাও করে কয়েকটি বাড়ী জ্বালিয়ে দেয় পরে খেলাফতের ছেলে শহিদুলের গুলিতে ৬জন ভারতীয় দুষ্কৃতিকারী নিহত হয়।