শিরোনাম | সূত্র | তারিখ |
মুক্তাঞ্চলের জনসাধারনের জন্য বাংলাদের সরকারের নির্দেশাবলী | দেশাবলিবাংলাদেশ সরকার প্রচার দপ্তর | …………১৯৭১ |
মুক্তাঞ্চলের জনসাধারনের জন্য বাংলাদের
সরকারের নির্দেশাবলী
(১) মুক্তাঞ্চলের জনসাধারণকে দৃড়ভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে। এ ব্যাপারে আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি ও বাংলাদেশ সরকারের প্রশাসনিক কর্মচারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করুন।
(২) বিচার ও শান্তির ভার কোন অবস্হাতেই নিজের হাতে নেবেন না। দেশদ্রোহীদের বিচারের ব্যবস্া বাংলাদেশ সরকার করেছেন।
(৩) ঐক্যবদ্ধভাবে আত্নবিশ্বাস ও সাহসের সঙ্গে বসবাস করুন। একে অন্যকে সাহায্য করুন।
(৪) এখন দেশের পূর্ণগঠনের দায়িত্ব আপনার,আমার-সকলের। পুর্ণোদ্যমে নিজ নিজ কার্যে লিপ্ত হয়ে যান-দেশের সম্পদ বাড়ানোর জন্য সর্বশক্তি নিয়গ করুন।
বাংলাদেশ সরকারের তথ্য প্রচার দফতর কর্তৃক মূদ্রিত ও প্রকাশিত