You dont have javascript enabled! Please enable it!
তারিখ সুত্র শিরোনাম
১৬ ই ডিসেম্বর,১৯৭১ বাংলাদেশ সরকারের রাস্ট্রপ্রতির কার্যালয় জাতির উদ্দেশ্যে অস্থায়ী রাস্ট্রপ্রতি সৈয়দ নজরুল ইসলামের ভাষণ

 

সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গড়তে হবে।

আমার প্রিয় দেশবাসি,

আপনারা আমার সংগ্রামী সালাম নিবেন।

আজ পশ্চিম পাকিস্তান দখলদার বাহিনী ঢাকায় সম্মলিত বাহিনির অধিনায়কের কাছে বিনাশর্তে আত্মসমর্পন করেছে।গত ২৫শে মার্চ বিভিষীকাময় রাতে যে জাতিয় দুর্যোগের বীভৎসতা শুরু হয়েছিল,এই সাথে সমাপ্তি হলো সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের।এই দীর্ঘ নমাসে দখলদার বাহিনির কলঙ্কিত হাতে আমার প্রিয় দেশবাসিরা অনেকে অমূল্য জীবনদান করেছেন।আজ রাতে, তাঁদের সৃতিকে আমি যথাযোগ্য মর্যাদার সাথে স্বরন করছি  এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সর্ব শক্তিমান আল্লাহর কাছে আকুল প্রার্থনা জানাচ্ছি। মাতৃভূমিকে মুক্ত করার সংগ্রামে আমাদের যেসব মুক্তিযোদ্ধা আত্মদান করেছেন,শহীদ হয়েছেন ,আজকের এই রাতে তাঁদের ও স্বরন করি।তাঁরা আজ আমাদের প্রতিটি দেশবাসির হৃদয়ে অমর।তাঁদের এই অপুর্ব আত্মবলিদান অনাদি অনন্তকাল ধরে আমাদের ভবিষ্যৎ বংশধরদের যোগাবে অনুপ্রেরণা,করবে উদ্ধুদ্ধ।বিশ্বের প্রতিটি মুক্তিকামি মানুষের জন্য তাঁদের সৃতি হয়ে থাকবে অনুপ্রেরণার উৎস।আমি আজ রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আবার স্বরন করছি।তিনি আজ ও পাকিস্তানের কোন এক অন্ধ কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিনাতিপাত করছেন।আসুন, আজ আমরা আমাদের প্রিয়তম নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে আনবার দৃঢ় সংকল্পকে বলিষ্ঠ শপথের আগুনে আরেকবার ঝলসে নিই।স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ আজ এক বাস্তব সত্য।আগামি কদিনের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকায় বসবে।দেশ আজ ও নিশংস ও নির্মম শত্রুর আঘাতে ক্ষতবিক্ষত।রক্ত ঝরছে এর বুকের সেই রক্তচিহ্ন থেকে।তাই এ জাতির ভবিষ্যৎকে নবরূপ দান করতে হবে আমাদের। নতুন করে গোড়ে তোলবার দায়িত্ব এই সরকারের।

সরকারের সামনে রয়েছে অনেক কাজ।কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আল্লহর অশেষ কৃপায় সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে সব বাধাই আমরা সফলতার সঙ্গে অতিক্রম করতে সক্ষম হবো।এই মুহুর্তে দেশবাসির কাছে আমার আবেদন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই গৌববোজ্জ্বল ক্ষণটিকে যথাযত মর্যাদা ও শান্তভাবে গ্রহন করুন এবং সুখি ও সমৃদ্ধিশালী একটি সমাজ গঠনের উদ্দেশ্যে পরিচালিত আমাদের সরকারের যাবতীয় কর্মপন্থার প্রতি সর্বাত্মাক সহযোগিতা করুন।আমাদের মহান প্রতিবেশি রাষ্ট্র ভারত গত নমাস ধরে আমাদের জন্য যা করেছেন তার জন্য এই সুবাদে আমি নিজের,আমার সরকারের এবং বাংলাদেশের জনগনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।আমাদের আরেকটি প্রতিবেশি রাষ্ট্র ভুটান আমাদের স্বীকৃতি দিয়ে যে সাহস ও দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি।

আমাদের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন দানের জন্য আমি সোভিয়াত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র,পোল্যান্ড ও অন্যান্য দেশের নেতৃবৃন্দ,জনগন ও সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করি।গত নমাস ধরে মুক্তিবাহীনির বীর মুক্তিযোদ্ধারা মাতৃভূমির মুক্তির জন্য যে স্বরনীয় শৌর্য ও দুরতিক্রম্য বীরত্বের প্রমান দিয়েছেন আমি তার জন্য দেশবাসির পক্ষ থেকে তাঁদের অভিবাদন জ্ঞাপন করছি। মাতৃভূমির মুক্তির জন্য আমাদের মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মিত্রবাহীনির যেসব সৈনিকেরা অসীম বীরত্বের সঙ্গে লড়েছেন আমি তাঁদের ও ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি।

 

সবশেষে আমি দেশবাসীকে দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য ও অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমাদের মদত দেবার জন্য অসীম কারণিক আল্লাহ্‌তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি,মুসলমান,হিন্দু ,বৌদ্ধ খৃষ্টান সহ সব দেশবাসীকে আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপনের জন্য ও একটি সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গঠনে আল্লাহয় সাহায্য ও নির্দেশ কামনা করার উদাত্ত আহবান জানাচ্ছি।

 

 

জয় বাংলা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!