You dont have javascript enabled! Please enable it! 1971.09.26 | পাকিস্তানের যুদ্ধ ঘােষণা | জাগরণ - সংগ্রামের নোটবুক

পাকিস্তানের যুদ্ধ ঘােষণা

আগরতলা, ৪ ডিসেম্বর। আজ সকালে পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করিয়াছে। এই উপলক্ষে পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণ দেন এবং তাহাতে তিনি অশ্রাব্য ভাষায় ভারতকে গালিগালাজ করেন।

সূত্র: জাগরণ
২৬ সপ্টেম্বর, ১৯৭১