২৯ আগস্ট ১৯৭১ঃ আরেকটি ব্রিটিশ প্রতিনিধিদলের কলকাতা সফর
সাবেক মন্ত্রী পিটার শোর, ওয়ার অন ওয়ানট সভাপতি চেজওয়ারথ এবং স্টেপ নির বিশপ ট্রেভর হাডলটন একদিনের সফরে দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন। কলকাতায় শরণার্থী শিবির পরিদর্শনান্তে তারা বলেন শরণার্থীদের দুঃখ দুর্দশার মানবিক দিক নিয়ে তারা খুব চিন্তিত।