You dont have javascript enabled! Please enable it!

২৯ আগস্ট ১৯৭১ঃ জেনেভায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান ও সদরুদ্দিন আগা খানের বৈঠক 

পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার সদরুদ্দিন আগা খানের কাছে শরণার্থী প্রত্যাবাসন সংক্রান্ত তার দেশের পরিবর্তিত সহজ নতুন কর্মসূচী অবহিত করেছেন। তিনি বলেন ভারত শরণার্থী প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে। তিনি তেহরান এবং জেনেভায় পাকিস্তানী রাষ্ট্রদুতদের সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে করাচীতে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন ভারতের সহযোগিতা ছাড়া পাকিস্তানের গৃহীত কর্মসূচী কোন কাজে আসবে না। আর ভারতের সহযোগিতা ছাড়া এ কর্মসূচী দীর্ঘকাল ধরে চলতে থাকবে।