You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশের সংগ্রাম সমর্থনে আফ্রো-এশীয় ট্রেড ইউনিয়ন সম্মেলনের প্রস্তাব
এ,আই,টি,ইউ,সি’র উদ্যোগ

নয়াদিল্লী, ৯ এপ্রিল (ইউএনআই) বাঙলাদেশের জনগণের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রমিক শ্রেণির সংহতি প্রকাশের জন্য এ-আই-টি-ইউ-সি আফ্রিকা ও এশিয়ার দেশগুলির ট্রেড ইউনিয়নগুলির একটি সম্মেলনের প্রস্তাব করেছে।
আজ এ-আই-টি-ইউ-সি’র সম্পাদকমণ্ডলীর এক বিবৃতিতে বলা হয়েছে যে, তাসখন্দে এশিয়ার দেশগুলির ট্রেড-ইউনিয়নের অধিবেশনে সাধারণ সম্পাদক শ্রীএস এ ডাঙ্গে ঐ প্রস্তাবটি পেশ করবেন।
শ্ৰীডাঙ্গে তাসখন্দের ঐ সম্মেলন। ক বাঙলাদেশের জনগণের সংগ্রামকে সমর্থন করার প্রস্তাবটিকে তুলবেন।

সূত্র: কালান্তর, ১০.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!