বনবিহারী
নারায়ণগঞ্জে একজন বাঙালী ব্যবসায়ী আশ্চর্যজনকভাবে পশ্চিম পাক বাহিনীর কবল থেকে রক্ষা পেয়েছেন। কলকাতায় পাওয়া ওই খবরে জানা যায় যে, কয়েকজন সৈন্য একজন বাঙালী ব্যবসায়ীর বাড়িতে ঢােকে। তিনি জীবনরক্ষার জন্য তাদের সামনে সাষ্টাঙ্গে প্রার্থনা জানান। পাক সৈন্য তার নাম জিজ্ঞাসা করে। তিনি আস্তে আস্তে বলেন বনবিহারী’, কিন্তু কেবল ‘বিহারী’ কথাটি শােনা যায়। সৈন্যরা তখন খুব আস্তে বলে এই লােকটি নিশ্চয়ই বিহার থেকে এসেছে। তারপর, তারা ওই স্থান থেকে চলে যায়। -পিটিআই। ২০ মে ‘৭১
Reference:
২০ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা