You dont have javascript enabled! Please enable it! 1971.08.28 | ব্রিটিশ এমপি আর্থার বটমলে - সংগ্রামের নোটবুক

২৮ আগস্ট ১৯৭১ঃ ব্রিটিশ এমপি আর্থার বটমলে

ব্রিটিশ এমপি আর্থার বটমলে জুলাই মাসে পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকা সফর করার পর দেশে ফিরে গিয়ে পাকিস্তানীদের অত্যাচার নিপীড়ন হত্যাযজ্ঞের বিবরণ বিশ্ববাসীর সামনে তুলে ধরিয়াছিলেন । পাকিস্তান সরকার সবসময়েই দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করেছে’ এই মিথ্যা প্রচারণা চালাইয়া আসিতেছে। এদিনে বটমলে বলেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ মুজিবর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে পাকিস্তানের সমস্যা সমাধান সম্ভব। পাকিস্তান সফরকালে ইয়াহিয়া খানের সঙ্গে আলাপ প্রসঙ্গে তিনি এ অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেন ইয়াহিয়া একরোখা তাই এই প্রস্তাব তিনি মানবেন না।