You dont have javascript enabled! Please enable it!

যুক্তরাষ্ট্রে পাক দূত কবুল করছেন বাংলাদেশে জঙ্গীশাহী তাণ্ডব চালিয়েছে

নয়াদিল্লি, ১৯ মে-বাংলাদেশে পাক জঙ্গীশাহীব তাণ্ডবের কথা মার্কিন যুক্তরাষ্ট্র পাক রাষ্ট্রদূত প্রকারান্তরে স্বীকার করেছেন। অবশ্য সঙ্গে সঙ্গে তার সাফাইও তিনি গেয়েছেন। বলেছেন-আইনশৃঙ্খলা রক্ষার জন্যই এর প্রয়ােজন হয়েছিল। মারকিন সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান শ্ৰী ফুলব্রাইটের কাছে গতকাল এক পত্রে রাষ্ট্রদূত নালিশ জানিয়েছেন-জনতা লুটতরাজ ও নিরীহ নাগরিকদের হত্যা করতে শুরু করায় সেনাবাহিনী নিরুপায় হবে বলপ্রয়ােগ করতে বাধ্য হয়। তবে বিনা দরকারের বেশি বলপ্রয়ােগ তারা করেনি। খবরটি আজ প্রকাশ করেছে পাকিস্তান রেডিও।

 সব ঝুটা হ্যায়

রাষ্ট্রপুঞ্জ, ১১ মে-বাংলাদেশ থেকে ত্রিশ লক্ষ শরণার্থীর ভারতে চলে যাওয়ার কথা রাষ্ট্রপুঞ্জে পাক প্রতিনিধি শ্রী আগা শাহী অস্বীকার করেছেন। গতকাল অর্থনৈতিক ও সামাজিক পরিষদে ভাষণ দিতে উঠে তিনি বাংলাদেশকে পাকিস্তান খাদ্য সরবরাহ করছে না বলে ভারত যে অভিযােগ করেছেন তাও নস্যাৎ করে দেন। তাঁর মতে আগামী কয়েক মাসে বাংলাদেশে খাদ্যাভাবের কোন আশঙ্কা নেই। এই কথা বলার পরই আবার তিনি বলেন, মানবিক কারণে বাইরে থেকে বাংলাদেশকে সাহায্য দেওয়া যেতে পারে। অবশ্য সেক্ষেত্রে পাক সরকারের অনুমতি আগে নিতে হবে। পর্যবেক্ষকদের মতে-বাংলাদেশের অবস্থা সত্যিসত্যিই ভালাে হলে আগা শাহী সাহেব বাইরের সাহায্য চাইতেন না। পি টি আই । ২০ মে ‘৭১

 

Reference:

২০ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা