বালুচ সৈন্যদের কাফের’ মারার নির্দেশ
কৃষ্ণনগর, ১৬ মে-বাংলাদেশে মুক্তি ফৌজের বিরুদ্ধে সংগ্রামরত পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনীর বালুচ সৈন্যদের বােঝানাে হয়েছে যে-তাদের হিন্দুস্থানের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং কাফেরদের খতম করতে হবে। কারণ কাফেররা ইসলামের পবিত্র ভূমি আক্রমণ করেছে। মুক্তি ফৌজের গেরিলাদের হাতে আটক ৩ জন বালুচ সৈন্যের স্বীকারােক্তিতে ঐ কথা জানা গিয়েছে ফরিদপুর জেলায় মুক্তি ফৌজের একটি শিবিরে বালুচ সৈন্যরা গত ১৩ মে ঐ স্বীকারােক্তি করে তাদের প্রাণভিক্ষা চায়। তারা আরও বলে যে-বাংলাদেশে বেপরােয়া গণহত্যা ও অত্যাচারের জন্য পানজাবী সামরিক অফিসাররাই দায়ী। ফরিদপুরের ২ জন তরুণ গেরিলা বাংলাদেশের সীমান্তে ঐ খবর জানান। তারা বিশেষ বার্তা নিয়ে ঐ স্থানে এসেছিলেন। তারা আরও জানান যে-ঐ ৩ জন বালুচ সৈন্যকে হত্যা করা হয়নি, বন্দী করে রাখা হয়েছে। পি টি আই। ১৭ মে ‘৭১
Reference:
১৭ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা