১৬ সেপ্টেম্বর, ১৯৭১ জেনারেল নিয়াজী
লেঃ জেনারেল নিয়াজী চট্টগ্রাম এলাকা সফর করেন। তিনি এখানে স্থানীয় রাজাকার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং তাদের সাথে মত বিনিময় করেন। চট্টগ্রামে তিনি শান্তি কমিটির নেতাদের সাথে বৈঠক করেন। তিনি তাদের বলেন বিচ্ছিন্নতাবাদীদের বুজাইয়া ফেরত আনা এবং দেশ পুনর্গঠন কাজে লাগানোর উপদেশ প্রদান করেন। বিচ্ছিন্নতাবাদীদের তিনি বাছাই করিয়া নির্মূল করার আহবান জানান। পরে তিনি রাঙ্গামাটি যান। সেখানে শান্তি কমিটি আয়োজিত সমাবেশে বক্তব্য প্রদান করেন। সেখানে তাকে চাকমা প্রধান ও নির্বাচিত এম.এন.এ রাজা ত্রিদিব রায় অভ্যর্থনা জানান। পরে তিনি স্থানীয় ব্রিগেড কমান্ডে যান সেখানে উপস্থিত রাজাকার এপকাফ ও সাধারন সৈন্যদের সাথে কথাবারতা বলেন।