You dont have javascript enabled! Please enable it! 1971.06.02 | ভাসানী আসাম ও পশ্চিমবঙ্গের অংশ বাংলাদেশের সাথে যুক্ত করার দাবী জানান - সংগ্রামের নোটবুক

২ জুন ১৯৭৪ঃ ভাসানী আসাম ও পশ্চিমবঙ্গের অংশ বাংলাদেশের সাথে যুক্ত করার দাবী জানান।  মওলানা ভাসানী আসাম ও পশ্চিম বঙ্গের ১৪ জেলা বাংলাদেশ ভুক্তির দাবী জানান। তিনি আসামের করিমগঞ্জ, কাছার, ধুবড়ী, বারপেটা, গোয়ালপাড়া, কোঁকরাঝার, বনগাঁই গাও ৭টি এবং পশ্চিম বঙ্গের পশ্চিম দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগনা,বর্ধমান, বীরভূম ৭টি জেলা দাবী করেছেন। তিনি প্রস্তাবিত এ বাংলার নাম দিয়েছেন মুসলিম বাংলা। 
নোটঃ ১৯৪৭ সালের রেডক্লিফ রোয়েদাদ অনুযায়ী নদীয়া (অংশ),পশ্চিম দিনাজপুর (অংশ), মুর্শিদাবাদ, করিমগঞ্জ (অংশ) ভারতে এবং খুলনা সমগ্র, পার্বত্য চট্টগ্রাম সমগ্র, চাপাই নবাবগঞ্জ (মালদহের অংশ),পঞ্চগড় (জলপাই গুড়ির অংশ) পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। এ অদল বদলে পূর্ব পাকিস্তান চার গুন ভুমি পেলেও এ ভুমির প্রায় সব টুকু জমি পাহাড়ি বন জঙ্গল ও অনুর্বর জমি।  তিনি পূর্বাংশের কায়েদে ভাসানী হতে চেয়েছিলেন।