২৭ আগষ্ট ১৯৭১ঃ লন্ডনে বাংলাদেশের মিশন চালু
এ দিন লন্ডনে ২৪ প্রেমব্রিজ গার্ডেনস এ প্রবাসী সরকারের ভ্রাম্যমাণ দুত বিচারপতি আবু সাইদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের মিশন উদ্বোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে বাঙালী কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল ফাতেহ, মহিউদ্দিন আহমদ, লুৎফুল মতিন, আব্দুর রউফ, মহিউদ্দিন চৌধুরী, আব্দুস সালাম, এক এম নূরুল হুদা ও ফজলুল হক চৌধুরী। দূতাবাস উদ্বোধনের পর ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্য বাংলাদেশের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। ১ আগস্টের সমাবেশে দূতাবাস খোলার ঘোষণা দেয়ার পর দুতাবাসের জন্য বাড়ী খোজা শুরু করলেও এ কাজে কারো সহযোগিতা পাওয়া যাচ্ছিল না। পরে ওয়ার অন ওয়ান্তস চেয়ারম্যান ডোনালড চেজওয়ারথ বাড়ীর বেবস্থা করেন। তিনি বাড়ীটি নামমাত্র ১০০ পাউন্ড এ ভাড়া করে দেন। মিশন খুলতে বাধা যাতে না দিতে পারে সেজন্য ব্রিটিশ পুলিশ মিশন অফিসের সামনে পাহারা দেয়। মিশন বন্ধে পাক রাষ্ট্রদূত সালমান আলী পররাষ্ট্র অফিসে গিয়ে প্রতিমন্ত্রী জোসেফ গড বারের কাছে ধর্না দেন। ব্রিটিশ সরকারের সহযোগিতা না পেয়ে সালমান আলী ব্যার্থ হন।