১৬ সেপ্টেম্বর, ১৯৭১ যুদ্ধ বিবরন
৭নং সেক্টরে মুক্তিবাহিনী মর্টারের সাহায্যে শারদায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ওপর আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ৩০ জন সৈন্য ও রাজাকার নিহত এবং ৫০ জন আহত হয়।
চট্টগ্রামের কে সি দত্ত রোডে মুক্তিবাহিনী গ্রেনেড হামলা চালায় । এতে তিনজন আহত হয়। পাকিস্তান সরকারের দাবী মতে কয়েকজনকে আটক করা হয়। ময়মনসিংহ এর ভালুকার উথুরায় রাজাকারদের সমর্থন করায় মুক্তিবাহিনীর একটি দল গ্রামের এক বাড়িতে হামলা করে দুইজনকে হত্যা করে।