You dont have javascript enabled! Please enable it!

পাক বাহিনীর নৃশংস অত্যাচার

 বিধান সিংহ

ইসলামপুর, ১৭ মে-মরাগতি সীমান্তের ওপারে পাক ফৌজ তাদের এলাকায় রামনাথঘাটে গুলি করে তিনজনকে মেরে ফেলেছে। রবিবার গ্রামের মাতব্বরকে খুন করেছে। এমনভাবে ঘরবাড়ি জ্বালাতে শুরু করেছে যে, সীমান্তের এপার থেকেও রবিবার রাতে সে আগুন দেখা যায়।ফলে ইসলামপুর চোপরা সীমান্ত দিয়ে সােমবার শরণার্থী আগমন আবার ভীষণভাবে বেড়ে গিয়েছে। এরই মধ্যে শরণার্থীর আগমনে পশ্চিম দিনাজপুরের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

Reference:

১৮ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা