ত্রিপুরার উপর পাক গুলিগােলা
আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পাক গােলন্দাজ বাহিনী গত ১৪/৯/৭১ তারিখে কসবা অঞ্চল হইতে ভাের ৪টা এবং রাত্রি ৮টার মধ্যে বিরতি অন্তর বােমা বর্ষণ করে। ১৩টি বােমা বিশালগড় থানার অধীন আমাদের মন্দভাগ অঞ্চলে পতিত হয়।
১৪/৯/৭১ তারিখে পাকিস্তান গােলন্দাজ বাহিনী কক্সবা অঞ্চল হইতে দুপুর প্রায় ১২-৩০ মিনিটে বিশালগড় থানার অধীন আমাদের কমলাসাগর অঞ্চলে ২টি বােমা বর্ষণ করে ইহাতে ভারতীয় নাগরিক লালমােহন দাস সামান্য আঘাত পায়।
১৪/৯/৭১ তারিখে পাকিস্তান গােলন্দাজ বাহিনী দুপুর ১১টা এবং দুপুর ১২টা এবং পুনরায় অপরাহ্ন ২৫০ হইতে ৩-৩০ মিঃ পর্যন্ত পূর্ব বাংলার কাতলামারা অঞ্চল হইতে বােমা বর্ষণ করে। পাকিস্তান গােলন্দাজ বাহিনীর বর্ধিত ৫টি বােমা আমাদের পাতাবিল অঞ্চলের উপর আকাশে বিস্ফোরিত হয় এবং ১৩টি বােমা সিধাই থানার অধীন আমাদের কাতলমারা অঞ্চলে বিস্ফোরিত হয়; ফলে ২ জন শরণার্থী এবং ৪টি গবাদি পশু নিহত হয়। ৩ জন শরণার্থী সামান্য আঘাত পাইয়াছে।
১৫/৯/৭১ তারিখে রাত্রি ১০টায় পাকিস্তান গােলন্দাজ বাহিনী আড়ালিয়া হইতে আমাদের কোতয়ালী থানার অধীন বেলাবর গ্রামের দিকে ৩ রাউন্ড গুলি নিক্ষেপ করে।
সূত্র: ত্রিপুরা
২২ সেপ্টেম্বর ১৯৭১
৫ আশ্বিন, ১৩৭৮