You dont have javascript enabled! Please enable it!

১৫ সেপ্টেম্বর ১৯৭১ যুদ্ধ সংবাদ

খুলনার পাইকগাছায় পাকিস্তানী বাহিনী গান বোটে করিয়া আসিয়া মুক্তিযোদ্ধা শিবিরে আক্রমন করে। কামরুল, মালেক, এনায়েত, আইনুদ্দিন, শঙ্কর নামে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। আক্রমনে মুক্তিযোদ্ধারা পিছু হটে। পাকিস্তানী পক্ষেও কয়েকজন হতাহত হয়।  ফেনীর পরশুরামের আমজাদহাট এলাকায় পাকিস্তানী অবস্থানের উপর মুক্তিবাহিনী আক্রমন করে। নায়েক নাদিরুজ্জামানের বিরত্তে মুক্তিযোদ্ধাদের ক্ষতি কম হয়। ১ জন মুক্তিযোদ্ধা আহত হয় অপরপক্ষে পাকিস্তানীদের ৮ জন হতাহত হয়।  পাক বাহিনী ৪নং সেক্টরের বড়পুঞ্জি ক্যাম্পে আর্টিলারি শেল নিক্ষেপ করে। কোন হতাহত নাই।