১৫ সেপ্টেম্বর ১৯৭১ যুদ্ধ সংবাদ
খুলনার পাইকগাছায় পাকিস্তানী বাহিনী গান বোটে করিয়া আসিয়া মুক্তিযোদ্ধা শিবিরে আক্রমন করে। কামরুল, মালেক, এনায়েত, আইনুদ্দিন, শঙ্কর নামে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। আক্রমনে মুক্তিযোদ্ধারা পিছু হটে। পাকিস্তানী পক্ষেও কয়েকজন হতাহত হয়। ফেনীর পরশুরামের আমজাদহাট এলাকায় পাকিস্তানী অবস্থানের উপর মুক্তিবাহিনী আক্রমন করে। নায়েক নাদিরুজ্জামানের বিরত্তে মুক্তিযোদ্ধাদের ক্ষতি কম হয়। ১ জন মুক্তিযোদ্ধা আহত হয় অপরপক্ষে পাকিস্তানীদের ৮ জন হতাহত হয়। পাক বাহিনী ৪নং সেক্টরের বড়পুঞ্জি ক্যাম্পে আর্টিলারি শেল নিক্ষেপ করে। কোন হতাহত নাই।