২৬ আগস্ট ১৯৭৫ঃ দুজন সচিব গ্রেফতার
সামরিক আইনে সরকার দুর্নীতির দায়ে দুজন সচিবকে গ্রেফতার করেছে তারা হলেন মৎস্য ও পশু পালন সচিব নুরুদ্দিন আহমদ এবং ক্যাবিনেট সচিব এইচ টি ইমাম।
নোটঃ নুরুদ্দিন আহমদ সাবেক মন্ত্রী বদরুননিসা আহমদের স্বামী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য নাসরিন আহমদের পিতা। সিলেটের এম পি ইমরান আহমেদ এর শ্বশুর।