You dont have javascript enabled! Please enable it!

পশ্চিমবঙ্গে শরণার্থী সংখ্যা ৭১ লক্ষাধিক

কলকাতা, ৪ নভেম্বর (ইউএনআই) বাঙলাদেশ শরণার্থীর সংখ্যা একমাত্র পশ্চিমবঙ্গেই এ পর্যন্ত ৭১ লক্ষ ৪৩ হাজার। সর্বশেষ সরকারী তথ্যে জানা গেছে, ভারতে মােট ৯৫ লক্ষ ৭৬ হাজার শরণার্থী বাঙলাদেশ থেকে এ পর্যন্ত পৌঁছেছেন।
অন্যান্য রাজ্যে শরণার্থী সংখ্যাঃ ত্রিপুরা ১৪ লক্ষ ১৩ হাজার, মেঘালয় ৬ লক্ষ ৫৩ হাজার, আসাম ২ লক্ষ ৯৮ হাজার এবং বিহার ৯৯ হাজার। মােট ৪৫ লক্ষ ৮ হাজার মহিলা এবং পুরুষের সংখ্যা ৫০ লক্ষ ৬৮ হাজার। এদের মধ্যে ৮ বছরের নীচে শিশু ১৭ লক্ষ ৪৪ হাজার।
পশ্চিমবঙ্গ থেকে এ পর্যন্ত মানা, চক্রভাটা (মধ্যপ্রদেশ), গয়া (বিহার) ও এলাহাবাদের (উত্তরপ্রদেশ) কেন্দ্রীয় সরকার পরিচালিত শিবিরে ২ লক্ষ ৪৯ হাজার শরণার্থী নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: কালান্তর, ৫.১১.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!