You dont have javascript enabled! Please enable it!

ভাসানী চামচাদের প্রায় বলতে শুনা যায় ৬৯ এর গন আন্দোলনে মওলানা নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি গন আন্দোলনের প্রধান নেতা। তিনি হরতাল আহবান করেছিলেন। তিনি এই করেছেন, তিনি সেই করেছেন ইত্যাদি।  ৬৮ এর গন আন্দোলন যখন শুরু হয় ১৩ ডিসেম্বর হরতাল আহ্বান করে সংযুক্ত বিরোধী দল (ভাসানী ন্যাপ, ফজলুল কাদের চৌধুরীর মুসলিম লীগ বাদে)। ভাসানীর দল মহানগর শাখা একটি হাল্কা সমর্থন করেছিল মাত্র।  ৬৯ এর গন আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে সকল দল থাকলেও ভাসানী ন্যাপ মাঝ পথে রনে ভঙ্গ দেয়। ভাসানী চলে যান মফস্বলে নিজ দলের প্রোগ্রামে। আন্দোলনে শক্ত ভাবে চলে আসে দক্ষিনপন্থী জামাত, নেজাম, পিডিএম, জমিয়ত, তিন মুসলিম লীগ। অনেকেই বলতে পারেন মুসলিম লীগ তিনটা কেন? আন্দোলনতো একটি মুসলিম লীগের বিরুদ্ধে। উত্তর হল আইউব তার দল থেকে ফজলুল কাদের চৌধুরীকে বের করে দেন। ফলে দুটি কনভেনশন লীগ সৃষ্টি হয়। আইউবের দলে কেন্দ্রীয় কমিটিতে সবুর সহ তিন জন পূর্ব পাকিস্তানী ছিল। আইউবের পতনের পর আইউবের অংশ প্রায় বিলুপ্ত হয়। ফজলুল কাদের চৌধুরীর দল/গ্রুপ বক্তৃতা বিবৃতির মাধ্যমে গন আন্দোলনকে সমর্থন করে। ভাসানী রনে ভঙ্গ দিলেও তার সমর্থিত ছাত্র ইউনিয়ন আন্দোলনে জোরালো ভাবেই সম্পৃক্ত ছিল।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!