You dont have javascript enabled! Please enable it!

২৪ আগস্ট ১৯৭১ঃ উত্তরাঞ্চল সফর শেষে নেজামে ইসলাম নেতা আশরাফের বিবৃতি 

পূর্ব পাকিস্তান নেজামে ইসলাম দলের জেনারেল সেক্রেটারী মওলানা আশরাফ আলী রাজশাহী, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, বগুড়া এলাকায় সফর শেষে ঢাকায় এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের আদর্শ ও সংহতি রক্ষা এবং ভারতীয় ষড়যন্ত্র প্রতিরোধের জন্য জনসাধারন যেভাবে এগিয়ে এসেছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ভারতীয় দুষ্কৃতিকারীরা সীমান্তের গ্রাম সমুহে গোলা নিক্ষেপ সত্ত্বেও তাদের মনোবল অক্ষুন্ন আছে। তারা সীমান্ত এলাকায় নিরীহ জনগণের ওপর অত্যাচার করছে। আমাদের সেনাবাহিনী তাদের এরূপ আক্রমন প্রতিরোধে সম্পূর্ণ প্রস্তুত থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় বাহিনীকে যথার্থ শিক্ষা দিতে সক্ষম হবে।