You dont have javascript enabled! Please enable it!

মওলানা ভাসানীর দৌড়ানী জুন ১৯৭৪

মওলানা ভাসানী কোন সময় পুলিশের দৌড়ানীতে ভীত হননি। আইউবের আমলে ৬৮ সালে গরম জলেও ভয় পাননি যদিও কর্মীরা গরম জল থেকে তাকে রক্ষা করেছিল। পুলিশের লাঠিচার্জের মুখে নামাজের ভঙ্গিমায় দাড়িয়ে যেতেন। ১৯৭৪ এর জুনে তিনি একদিন ছয় দলীয় এক সভার আগের দিন হুমকি দিলেন এবার তিনি আন্দোলনের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর গুলি খাবেন তবু আন্দোলন থেকে পিছপা হবেন না। পরদিন যথারীতি সভা সমাবেশ রেলি হল। পুলিশ মিছিলকে ছত্রভঙ্গ করেদিল এবার ভাসানী নামাজের সুযোগ পাননি বা ওয়াক্ত মিলে নাই এক কনস্টেবলের মারমুখি ভঙ্গিমায় খানিকটা স্লো দৌড় দিলেন ভাসানীর গুলি খাওয়া তার আর হল না। দিন কয়েক পরে তাকে জোর পূর্বক পাঠিয়ে দেয়া হল সন্তোষে। তার আগে তিনি যে ভাষণ বিবৃতি দিয়েছিলেন তার জন্য তার একটি তাহের ট্রায়াল হয়। যাহোক ক্ষমতায় আসীন ব্যাক্তি তার প্রতি নমনীয় বিধায় রক্ষা। সন্তোষে পাঠানোর পর মওলানার বিবৃতি গুলি ছিল নরম এবং সহনীয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!