You dont have javascript enabled! Please enable it! এক টাকার মডেল  সময়কাল ১৯৭৫  - সংগ্রামের নোটবুক

এক টাকার মডেল  সময়কাল ১৯৭৫ 

জামালপুর থেকে আসা এ দরিদ্র যুবতীটি দারিদ্র ও ক্ষুধার তাড়নায় ঢাকা এসেছিল। রাত যাপন করত স্টেডিয়াম এলাকায়। সেখানকার নৈশ প্রহরীরা তার নিরাপত্তা বিধান করত। বিজ্ঞাপনী সংস্থার এক কর্মকর্তার নজরে পরে যুবতিটি। কর্মকর্তাটি তার একটি ছবি তুলে নেয়। ছবি তোলা বাবদ তাকে এক টাকা দেন। এক টাকা অবশ্য তখন এক বেলার খাবার। পরে ছবিটি সরকারী সংস্থার বিজ্ঞাপনে ব্যাবহার করা হয়। বিজ্ঞাপনটি ব্যাপক জনপ্রিয়তা পেলে এ ধরনের আরও বিজ্ঞাপন তৈরি শুরু হয়। ঔষধ কোম্পানি ফাইজার এরকম আরেকটি বিজ্ঞাপন প্রকাশ করে। বিস্তারিত ইমেজে