২ এপ্রিল ১৯৭১-এ প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে লেখা
প্রেসিডেন্ট নিকোলাই পদগােরনির চিঠি
সম্মানিত মি. প্রেসিডেন্ট,
ঢাকায় আলােচনা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে সামরিক প্রশাসন চরম ব্যবস্থা গ্রহণকে যথাযথ বলে মনে করেছে এবং পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের বিরুদ্ধে তারা সামরিক বাহিনীকে ব্যবহার করেছে, এই সংবাদে সােভিয়েত ইউনিয়ন শঙ্কিত। এ ধরনের একটি পদক্ষেপ পাকিস্তানের জনসাধারণের জন্য যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি, অবর্ণনীয় কষ্ট ও বঞ্চনা ডেকে এনেছে, তাতে সােভিয়েত জনগণ উদ্বিগ্ন না হয়ে পারে না। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের সমর্থনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী এম. রহমান এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের গ্রেফতার ও নির্যাতনেও সােভিয়েত ইউনিয়ন উদ্বিগ্ন। সােভিয়েত জনগণ সব সময়ই আন্তরিকভাবে পাকিস্তানি জনগণের সর্বাঙ্গীণ মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেছে এবং সে দেশের যে কোনাে জটিল সমস্যার সমাধানের ক্ষেত্রে গণতান্ত্রিক পন্থার সাফল্যে উৎফুল্ল হয়েছে। পাকিস্তানি জনগণের এই দুর্দশার দিনে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে কয়েকটি কথা না বলে পারছি না। আমরা সবসময়ই বিশ্বাস করে এসেছি এবং এখনাে মনে করি যে, পাকিস্তানে সম্প্রতি যে জটিল সমস্যার উদ্ভব হয়েছে, তার সমাধান অবশ্যই রাজনৈতিকভাবে এবং সামরিক শক্তি প্রয়ােগ না করেই করতে হবে। অব্যাহত পীড়ননীতি ও রক্তপাতের ফলে সমস্যার সমাধান নিঃসন্দেহে সুদূরপরাহত হয়ে যাবে এবং তা পাকিস্তানের জনগণের সামগ্রিক মৌলিক স্বার্থ ক্ষুন্ন করবে।
ইউএসএসআর (USSR)-এর সুপ্রীম সােভিয়েতের পক্ষ থেকে, মি. প্রেসিডেন্ট, আপনার কাছে আমাদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করাটা আমরা আমাদের পবিত্র কর্তব্য বলে মনে করছি এবং সেই সাথে পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে পরিচালিত দমন-পীড়ন ও রক্তপাত অবিলম্বে জরুরি ভিত্তিতে বন্ধ করার লক্ষ্যে প্রয়ােজনীয় ব্যবস্থা নিয়ে বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধানের পদক্ষেপ গ্রহণ করতে সনির্বন্ধ আবেদন জানাচ্ছি। আমরা আশাবাদী, পাকিস্তানের সর্বস্তরের জনগণের স্বার্থ এবং এই অঞ্চলের শান্তি রক্ষার স্বার্থ সংরক্ষণে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা পালন করবে। উদ্ভূত সমস্যার শান্তিপূর্ণ সমাধান হলে সােভিয়েত জনগণ স্বস্তি ও তৃপ্তি লাভ করবে। মানবাধিকারের সার্বজনীন ঘােষণাপত্রে সাধারণভাবে স্বীকৃত নীতিমালা এবং পাকিস্তানের। বন্ধুপ্রতিম জনসাধারণের কল্যাণের জন্য আমাদের উদ্বেগের দ্বারা তাড়িত হয়ে আমরা আপনার কাছে এই আবেদন জানাচ্ছি। যে মনােভাবের দ্বারা চালিত হয়ে আমরা এই আবেদন জানাচ্ছি, আশা করি, মি, প্রেসিডেন্ট, আপনি সেটা সঠিকভাবে অনুধাবন করবেন। আমরা আন্তরিকভাবে কামনা করি, সম্ভাব্য ন্যূনতম সময়ের মধ্যে পূর্ব পাকিস্তানে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হােক।
সূত্র: বাংলা দেশ ডকুমেন্টস, পৃষ্ঠা ৫১০~১১।
সূত্র : সারেন্ডার অ্যাট ঢাকা একটি জাতির জন্ম – লে জেনারেল জে এফ আর জেকব