আর্চার ব্লাড (Archer Blood) এর মেয়ের সাক্ষাৎ (ভিডিও)
তাঁর বাবার দেহভস্মের কিছু অংশ বাংলাদেশের মাটিতেও থাকা উচিৎ বলে মনে করেন তাঁর মেয়ে। “ব্লাড টেলিগ্রাম”এর নাম মুক্তিযুদ্ধ নিয়ে যাদের কৌতূহল সবাই জানেন। বাংলাদেশের জেনোসাইডের প্রতিবাদ করে টেলিগ্রাম করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের আমেরিকান ডিপ্লোম্যাট আর্চার ব্লাড। সেই আর্চার ব্লাডের মেয়ে বলছেন তার বাবার কথা। কারণ তার বাবা আমেরিকান সরকারের প্রতিনিধি হয়েও বাংলাদেশের পরিস্থিতি বলতে দ্বিধা বোধ করেন নাই। এই বীরত্বের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বাংলাদেশ সরকার এই সম্বর্ধনা দেয়। কৃতজ্ঞতা – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, Friends of 71 Team #Archer_Blood #Blood_Telegram #সংগ্রামের_নোটবুক