বিশ্বে আসছে নতুন দিন ইন্দিরা-মজিবর-কোসিগিন (ভিডিও)
“বিশ্বে আসছে নতুন দিন ইন্দিরা-মজিবর-কোসিগিন” “আমারে এট্টা বন্দুক দিবা? ইহাহিয়ারে মারুম।” – জনৈক বাঙালির সাথে আলাপের অংশগুলো তাঁকে শিহরিত করে। পেশায় সাংবাদিক। শুনুন কত অসাধারণ করে বলছেন একাত্তরের ঘটনা। ছদ্মনামে তিনি ঘুরে বেরিয়েছেন বাংলাদেশ। বগুড়ায় এসে পাকিস্তানী সৈন্যদের দ্বারা সার্চ করার মুখোমুখি হলেন। বাকিটা ভিডিওতেই থাক। বাংলাদেশ সরকার একাত্তরে তাঁর অবদানের জন্য তাঁকে সম্বর্ধনা দেয়। কৃতজ্ঞতা – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, Friends of 71 Team