You dont have javascript enabled! Please enable it! পুরনো দিনের আর জে (Radio Jokey) নন; শব্দযোদ্ধা উপেন তরফদার (ভিডিও) - সংগ্রামের নোটবুক

পুরনো দিনের আর জে (Radio Jokey) নন; শব্দযোদ্ধা উপেন তরফদার (ভিডিও)

পুরনো দিনের আর জে (Radio Jokey) নন; শব্দযোদ্ধা উপেন তরফদার আকাশবাণী – রেডিও চ্যানেল – অনেককেই পুরনো কথা মনে করিয়ে দেবে। মুক্তিযুদ্ধে আকাশবাণীর অবদান সবাই জানেন। সরাসরি মুক্তিযোদ্ধাদের ইন্সট্রাকশন আর সংকেত দেয়া হয়েছিলো এই চ্যানেলে। অংশুমানের সাথে “শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ” এই বিখ্যাত গানটি লেখা এবং চ্যানেলের অন্যতম জনপ্রিয় গানটি কেমন করে মুক্তিবাহিনীকে জাগ্রত করেছিল তা বলছেন উপেন তরফদার। বাকিটা ভিডিওতে থাকুক। বাংলাদেশ সরকার একাত্তরে তাঁর অবদানের জন্য তাঁকে সম্বর্ধনা দেয়। কৃতজ্ঞতা – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, #Friends_of_71 Team #উপেন_তরফদার