২২ আগস্ট ১৯৭১ঃ বাগদাদের পাকিস্তানী দূতাবাসের রাষ্ট্রদূত এ.এফ.এম.আবদুল ফাতেহ স্বপক্ষ ত্যাগ।
এ দিন ইরাকের বাগদাদের পাকিস্তানী রাষ্ট্রদূত এ.এফ.এম.আবদুল ফাতেহ স্বপক্ষ ত্যাগ করেন। উল্লেখ এ সময়ের মধ্যে যে ২০ জন বাঙ্গালী কূটনীতিক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন তাদের মধ্যে মিঃ ফতেহ সবচেয়ে উচ্চপদস্থ অফিসার। তার লন্ডন আগমনের সংবাদ বিভিন্ন পত্রিকায় বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। তার ইরাক থেকে পলায়নের কাহিনী খুবই চাঞ্চল্যকর। তিনি ব্যাঙ্ক থেকে অনীক টাকা উত্তোলন করে পলায়নের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এজন তিনি জুলাই এর শেষে তেহরানে রাষ্ট্রদূতদের এক সম্মেলনে যাওয়ার পথে তার পলায়নের সময় বেছে নেন এবং তিনি সড়ক পথে সীমান্তে যান পরে তিনি সীমান্তে অসুস্থতার ভান করে সেই ড্রাইভারকে বিদায় করে দিয়ে বলেন তিনি বিমান পথে তেহরান যাবেন। এ সুযোগে তিনি কুয়েত সীমান্ত অতিক্রম করে সেখান থেকে লন্ডনের ফ্লাইট ধরেন। তার এ পলায়নের কাহিনীর উপর ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ২০০৩ সালে একটি ডকুমেন্টারি তৈরি ও প্রচার করে।