অভ্যুত্থান সংগঠনের নায়ক জাসদ, ক্ষমতা নিলেন জিয়া, লাফালেন ভাসানী
প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক হলেন বিচারপতি সায়েম জিয়া হলেন পিছনের দরজার ক্ষমতার বাহক ও প্রকাশ্য উপ সামরিক আইন প্রশাসক। আর সে সময় ক্ষমতাসীনদের প্রধান মুখপাত্র ও মুখ্য রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভাসানী। ১২ নভেম্বর সরকারকে সমর্থন করে ভাসানির বিবৃতি পত্রিকায় লিড নিউজ আকারে প্রকাশ হয়। বিবৃতিতে তিনি বলেছিলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে এগিয়ে আসার এবং সরকারকে সমর্থন করার আহবান জানান। অবশ্য এ সরকারকে মুস্তাকও অভিনন্দন জানিয়েছিল। ভাসানি তার বিবৃতিতে বলেন দুঃখের বিষয় যে আমাদের আজাদি বানচালের জন্য মুষ্টিমেয় মীরজাফরের সহযোগিতায় দেশী বিদেশী চক্র তৎপর রয়েছে। তিনি দেশপ্রেমিক সেনাবাহিনী বিডিআর পুলিশকে চক্রান্তকারীর অশুভ ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য সদা সতর্ক থাকার আহবান জানান। উল্লেখ্য এ ধরনের ভাষণ ৭১ সালে গোলাম আজম, ফরিদ আহমেদ, খান সবুর, দুদু মিয়া, ফজলুল কাদের চৌধুরী, আবুল কাসেম, মাহমুদ আলীর মুখে শোনা যেত।