ডাক্তার গার্স্ট – যার কথা আজ আর মনে পড়েনা (ভিডিও)
ডাক্তার গার্স্ট – যার কথা আজ আর মনে পড়েনা। Dr Ronal Joseph Garst, একজন অর্থোপেডিক সার্জন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন এবং পরিস্থিতি দেখার পর ভারতে ফিরে যান এবং বিভিন্ন দেশ থেকে ফান্ড কালেকশন শুরু করেন। এবং মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার কাজ শুরু করেন। শুনুন তাঁর মেয়ের কাছ থেকে। বাংলাদেশ সরকার একাত্তরে তাঁর অবদানের জন্য তাঁকে সম্বর্ধনা দেয়। কৃতজ্ঞতা – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, #Friends_of_71 Team Tags: #সংগ্রামের_নোটবুক #Dr_Ronal_Joseph_Garst