You dont have javascript enabled! Please enable it!

Lear Levin Interview (ভিডিও)

বাংলাদেশের জন্য একজন বিদেশীর চোখ থেকে এভাবে কি পানি পড়তে পারে? এই সেই লিয়ার লেভিন। যারা নামটা শুনেন নাই তারা তারেক মাসুদের নাম নিশ্চই শুনেছেন। হ্যা, মুক্তির গান। মূল ভিডিও ফিল্মমেকার লিয়ার লেভিনের। ১৯৭১ সালে “বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা” নামক একটি সাংস্কৃতিক দলকে নিত্যদিনের তৎপরতা ও অভিজ্ঞতাকে সেলুলয়েডে ধরে রাখেন এই মার্কিন চলচ্চিত্রকার। ১৯৯০ সালে এর সাথে কিছু দলিল যুক্ত করেন তারেক ও ক্যাথরিন মাসুদ। আরামের জীবন ফেলে চিত্রায়িত করেছেন সেই সব দৃশ্য যখন বাংলার আকাশে সবচেয়ে দুর্যোগময় ঘনঘটা। সেসব কথা বলতে বলতে কেমন করে চোখ দিয়ে পানি পড়ছে ভালো করে খেয়াল না করলে ধরতেও পারবেন না। সময় হলে শুনুন। সময় কিভাবে পেরিয়ে যাবে টের পাবেন না। চলচ্চিত্রকে ভালবাসলে আর নিজের কাজকে ভালবাসলে বোধ হয় এমন আবেগই কাজ করে।বাংলাদেশ সরকার একাত্তরে তাঁর অবদানের জন্য তাঁকে সম্বর্ধনা দেয়। কৃতজ্ঞতা – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, #Friends_of_71 Team Tags: #সংগ্রামের_নোটবুক #Lear_Levin

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!