You dont have javascript enabled! Please enable it! Japanese Solidarity Committee for Bangladesh (ভিডিও) - সংগ্রামের নোটবুক

Japanese Solidarity Committee for Bangladesh (ভিডিও)

পাকিস্তান সরকার তখন বাঙ্গালিদের পাসোপোর্ট বাতিল করে দিয়েছিলো। জাপান সেসব বাঙ্গালিদের সাহায্য করে। আরিমিতসু সান ছিলেন Japanese Solidarity Committee for Bangladesh এর সদস্য। মুক্তিযুদ্ধের সময়ে একটি বীভৎস ছবি দেখে তিনি স্তম্ভিত হন। যদিও সেসময়ে বেশিরভাগ জাপানি লোকেরা বাংলাদেশের পরিস্থিতি জানতো না। তাঁরা সাধারণ মানুষকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানাতে শুরু করেন এবং জনমত গঠন করেন। বাংলাদেশ সরকার একাত্তরে তাঁর অবদানের জন্য তাঁকে সম্বর্ধনা দেয়।