Teamwork Post: (আসুন উত্তরগুলো বের করি)
মুক্তিযুদ্ধের আগেই ৭ মার্চ তারিখে বঙ্গবন্ধু বলেছিলেন “আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে”। অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই বেশ কিছু (সংখ্যাটা বের করুন) মানুষ নিহত হয়। এবং অপারেশন সার্চলাইটের প্রতিরোধের সময় বা আগে আরও কিছু প্রতিরোধের ঘটনা ঘটে রাজারবাগ ছাড়া অন্য এলাকায়। সেগুলোর দুই একটা জানলে কমেন্ট বক্সে জানান।
(এই পোস্টের উদ্যেশ্য হচ্ছে সাধারণ মানুষকে ছোট ছোট প্রবলেম সলভ করতে দেয়া। টিম হিসেবে আমরা তাদের সংযুক্ত করতে চাই।)