You dont have javascript enabled! Please enable it!

২১ আগস্ট ১৯৭১ঃ সুন্দরবনে ৫১ জন বিদ্রোহী নিহত

মুক্তিযুদ্ধের দলিলপত্র ১০ম খণ্ডে এর সত্যতা অস্বীকার করা হয়েছে  পাকিস্তানী সেনাবাহিনী জানায় গত কয়েকদিনে সুন্দরবন এলাকায় ৫১ জন বিদ্রোহীকে তারা হত্যা করেছে। একজনকে তারা গ্রেফতার করেছে। সেনাবাহিনী সাঁড়াশী অভিযান চালিয়ে শ্যামনগরের সুন্দরবন এলাকায় বিদ্রোহীদের একটি গোপন আস্তানা আবিস্কার করে। এ আস্তানায় সেনাবাহিনী আক্রমন করলে তারা দ্রুত পালাতে থাকে এসময়ে সেনাবাহিনীর গুলীতে ৫১ জন প্রান হারায়। আটক বেক্তি জানায় ইপিআর এর ক্যাপ্টেন হুদা এই ক্যাম্প এর অধিনায়ক এবং লেঃ বেগ এবং সুবেদার লস্কর তার ২য় দলনেতা। সেনাবাহিনী ধারনা করছে লেঃ বেগ এবং সুবেদার লস্কর নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী তাদের আস্তানা থেকে দুটি মর্টার তিনটি ভারী মেশিনগান ৬ টি দুই ইঞ্চি মর্টার ৪৯টি রাইফেল ৩২ টি গ্রেনেড ৩৫ টি মাইন সহ অনেক গোলা বারুদ আটক করেছে। 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!