You dont have javascript enabled! Please enable it! 1971.08.20 | জামায়াতে ইসলামী কেন্দ্রীয কমিটির বৈঠকের প্রস্তাব - সংগ্রামের নোটবুক

২০ আগস্ট ১৯৭১ঃ জামায়াতে ইসলামী কেন্দ্রীয কমিটির বৈঠকের প্রস্তাব

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয কমিটির ৩য় দিনের বৈঠকের প্রস্তাবে বলা হয়, ভারতীয় যুদ্ধবাজ ও তাদের চরদের যোগসাজশে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের দমন করার কাজে সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে, মজলিশে শুরা তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। অসুস্থ মওলানা মউদুদি এ সভায় যোগ দেন। কমিটি ভারতের ক্রমাগত উস্কানির মুখে জেহাদের জন্য প্রস্তুত থাকার জন্য জনগনের প্রতি আহবান জানান। এ সভায় পূর্ব পাকিস্তান জামাত আমীর গোলাম আজম ও সাধারন সম্পাদক আব্দুল খালেক বক্তৃতা করেন। সভায় শেখ মুজিবের বিচার নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতির কঠোর সমালোচনা করা হয়।