মুক্তিযুদ্ধের সময় নক্সাল পন্থীদের ভয়ে কলকাতার অনেক এলাকায় ‘জয় বাংলা’ না বলে যাতায়াত করা দুরূহ ছিল। এখানে ‘জয় বাংলা’ অর্থে বাংলাদেশের শরণার্থী বোঝানো হত। এমনকি চোখ-ওঠা অসুখেকেও জয়বাংলা রোগ বলা হত। লক্ষ লক্ষ শরণার্থী ও পশ্চিম বাংলাবাসী এ রোগে আক্রান্ত হয়। তখন বাঙালী মাত্রই ‘জয় বাংলা’ সম্বোধন, পরিচিতি, মুক্তিযুদ্ধে একমাত্র ধ্বনি ছিল ‘জয় বাংলা’।
রেফারেন্স – একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী