১৯৭১ সালে পাকিস্তানের সাথে ছিলেন ৯০৪ জন আর্মি অফিসার। এদের প্রায় সবাই পশ্চিমে ছিলেন। বাংলাদেশে ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেন নি এরকম অফিসার ৯০ এর কাছাকাছি। ৮ নিং ক্রমিকের আব্দুল হাকিম যিনি ৭৪ এ বাংলাদেশে আসেন এবং জিয়ার ডিজি এনএসআই হিসাবে বি এন পি এর প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন।
ইমেজঃ বাংলাদেশ ডকুমেন্ট ৪র্থ খণ্ড
কর্নেল দিদারুল আলম(অবঃ) বীর প্রতীক
১ মার্চ থেকে স্বাধীনতা আন্দোলনে যুক্ত সেনা কর্মকর্তা। স্বাধীনতার শুরুতেই কতক সিনিয়র কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করতে গিয়ে সাফল্য লাভ করতে পারেন নাই। তেমন এক কর্মকর্তা পরে পাকিস্তানীদের হাতে নিহত হন। কর্নেল দিদার তার বইয়ে নামটা প্রকাশ করেন নাই তাই কুমিল্লায় নিহত কয়েকজন সিনিয়র কর্মকর্তাদের তালিকা দেয়া হইল।