২১ অক্টোবর ১৯৭৩ | নাচি কাতসুরায় ফেরী যোগে প্রমোদ ভ্রমনে বঙ্গবন্ধু (ভিডিও
এদিন শেখ মুজিব টোকিও থেকে বন্দর নগর নাচি কাতসুরায় সান ফ্লাওয়ার ফেরী যোগে প্রমোদ ভ্রমনে যান। তিনি ফেরীতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মধ্যাহ্ন ভোজে তাকে জাপানী খাদ্য দ্বারা আপ্যায়িত করা হয়। নাচি কাতসুরায় ফেরী ঘাটে পৌছলে জাপানী জনতা জয়বাংলা স্লোগানে মুখরিত রাখেন। পরে তিনি শহরের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ঘুরে দেখেন। নোটঃ আগের দিন তিনি সানফ্লাওয়ার কোম্পানীর ডক পরিদর্শন করেন। এ কোম্পানিতে অনেক বাঙ্গালী কর্মরত দেখে তিনি আনন্দিত হন।
২১ অক্টোবর ১৯৭৩ কাতসুরায় বঙ্গবন্ধুকে উষ্ণ অভ্যর্থনা
ফেরী যোগে নাচি কাতসুরায় শেখ মুজিব পৌঁছলে শহর কতৃপক্ষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি শহরের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ঘুরে দেখেন। সেখানে একটি আকর্ষণীয় জলপ্রপাত দেখে তিনি অভিভূত হন। কয়েকটি প্রাচীন গির্জা ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। রাসেল এবং রেহানা সেখানে একটি পুকুরে মাছ নিয়ে কিছুক্ষন আনন্দ উপভোগ করেন।