১১ সেপ্টেম্বর ১৯৭১ ময়মনসিংহে আলবদর
এই দিন জামাতের মুখপাত্র দৈনিক সংগ্রাম পত্রিকায় আলবদরের কার্যক্রম নিয়া একটি উপ সম্পাদকীয় প্রকাশ করা হয়। যেখানে মুক্তি বাহিনী সেখানেই আলবদর এই শ্লোগানে দীপ্ত ছিল এই বাহিনী। ময়মনসিংহ ছাত্র সংঘ সভাপতি মুহাম্মদ আশ্রাফ হসাইন আল বদরের প্রতিষ্ঠাতা। জামালপুরে এ পর্যন্ত তাদের সাত টি ক্যাম্প ছিল। এই দিন পর্যন্ত তারা বহুসংখ্যক মুক্তিবাহিনী হত্যা ও আটক করেছে। প্রচুর অস্র আটক করেছে। কেবল নকলা উপজেলাতেই আলবদর ২০০ জন হত্যা করেছে। বক্সিগঞ্জের কামালপুরে ৩০০ জনকে হত্যা করেছে।