You dont have javascript enabled! Please enable it!

১৮ আগস্ট ১৯৭১ঃ জামাত কেন্দ্রীয় কমিটির সম্মেলন

জামাত আমীর মওলা১৮ আগস্ট ১৯৭১ঃ জামাত কেন্দ্রীয় কমিটির সম্মেলননা মওদুদি এবং সহকারী আমীর মিয়া তোফায়েলকে ছাড়াই লাহোরে ৬ দিন ব্যাপী জামাতের সম্মেলন শুরু হয়েছে। তারা দুজন অসুস্থ। ২য় সিনিয়র মওলানা আব্দুর রহিম সম্মেলনে সভাপতিত্ব করছেন। প্রথম দিনের বৈঠকে তিনি বলেন জামাত একটি আদর্শিক দল। এদলের একজনও বাংলাদেশ আন্দলনের সাথে জড়িত হয়নি। তিনি বলেন বৃহত্তম মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে ভাঙ্গার ভারতীয় ষড়যন্ত্র ব্যার্থ হওয়ায় পাকিস্তানের সকল মুসলমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। এ বৈঠকে পূর্ব পাকিস্তানের আগামী উপনির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও ভবিষ্যৎ শাসনতন্ত্র, পূর্ব পাকিস্তানে ক্ষতিগ্রস্ত জনগনের পুনর্বাসন ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বৈদেশিক হস্তক্ষেপের বিষয় নিয়েও আলোচনা হয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!