You dont have javascript enabled! Please enable it!

১০ সেপ্টেম্বর ১৯৭১ গভর্নর এ এম মালিক

গভর্নর এ এম মালিক এই দিনে চাদপুর ফরিদপুর সফর করেন । ফরিদপুরে তিনি স্থানীয় শান্তি কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়া এক বিশাল জনসমাবেশে ভাশন দেন। তিনি বলেন দেশের সং হতি ও অখণ্ডতার প্রতি ভারতীয় হুমকির প্রেক্ষিতে জনগণকে ঐক্য ইমান ও শৃঙ্খলা সম্পর্কে সকল কে শিক্ষিত করিয়া তোলার জন্য স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। পাকিস্তান সেনাবাহিনী দেশকে রক্ষা করিয়াছে। সঙ্কট কাটাইয়া পাকিস্তান যাতে আরও শক্তিশালী হইয়া উঠিতে পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্য সবাইকে আহবান জানান। রাজাকারদের উদ্দেশে বলেন তারা যেন ইসলামী আদর্শে অনুপ্রানিত হয়।