You dont have javascript enabled! Please enable it!

ফাঁকা মাঠে গােল

নয়াদিল্লি, ২৮ অক্টোবর-পাকিস্তান জাতীয় পরিষদে উপ-নির্বাচনে পূর্ব বাংলা থেকে ৩৩ জন প্রার্থীকে আজ নির্বাচিত ঘােষণা করা হয়েছে। এই ৩৩ জন প্রার্থীর বিরুদ্ধে নাকি আর কোন প্রার্থী ছিল না। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পরিষদের সদস্য বনে গেলেন। এই খােস খবরটি প্রচার করা হয়েছে ঢাকা রেডিও থেকে।উল্লেখ্য, গত সাধারণ নির্বাচনে এই ৩৩ জনই আওয়ামী লীগ প্রার্থীদের কাছে গােহারা হেরেছিলেন। ৭৬টি শূন্য আসনে উপনির্বাচন হওয়ার কথা আগামী ডিসেম্বর মাসে। আজ ছিল মনােনয়ন প্রত্যাহারের শেষ দিন।

ইউ এন আই। ২ অক্টোবর ‘৭১

Reference: ২ অক্টোবর  ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা