কলকাতাস্থ বাংলাদেশ মিশন প্রধান হোসেন আলীর সাক্ষাৎকার (ভিডিও)
১৮ জুন ১৯৭১ কলকাতাস্থ বাংলাদেশ মিশন প্রধান হোসেন আলীর সাক্ষাৎকার এক সাংবাদিক সাক্ষাৎকারে কলকাতাস্থ বাংলাদেশ মিশন প্রধান হোসেন আলী বলেছেন অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ এখন সুসংগঠিত বাহিনী নিয়েই যুদ্ধ করছে। মুক্তিযোদ্ধাদের বেতন দেয়া হচ্ছে। অস্র দেয়া হচ্ছে। তারা এখন বড় আকারেই আসছে। আমাদের প্রশিক্ষন সুবিধা সীমিত। আমাদের অস্র নগণ্য তা সত্ত্বেও আমরা আমাদের প্রতিরোধ বাড়াতে সক্ষম হয়েছি। পাকিস্তানীরা ভীতু। তাদের আমরা যোগাযোগ ব্যাবস্থা ধ্বংসের মাধ্যমেই ভয় ভীতির আওতায় এনেছি। তারা ক্যান্টনমেন্ট আর বড় কয়েকটি শহরেই সীমাবদ্ধ। তাদের বিতারিত করতে আমাদের বেশী সময় লাগার কথা নয়।