You dont have javascript enabled! Please enable it! 1971.08.17 | ১৬ জন জাতীয় পরিষদ সদস্যকে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ - সংগ্রামের নোটবুক

১৭ আগস্ট ১৯৭১ঃ ১৬ জন জাতীয় পরিষদ সদস্যকে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ

‘খ’ অঞ্চলের সামরিক প্রশাসক লে: জেনারেল টিক্কা খান আওয়ামী লীগের ১৬ জন জাতীয় পরিষদ সদস্যকে ২৩ আগস্টের মধ্যে সামরিক আদালতে হাজির হবার নির্দেশ দেয়। অন্যথায় তাঁদের অনুপস্থিতিতে বিচার করা হবে বলে ঘোষণা করে। এঁরা হচ্ছেন: আতাউর রহমান তালুকদার রাজশাহী ,ইকবাল আনোয়ারুল ইসলাম দিনাজপুর, মোহাম্মদ বায়তুল্লাহ নওগা, খালিদ আলী মিয়া রাজশাহী, শাহ মোহাম্মদ জাফরউল্লাহ রাজশাহী, এ.এইচ.এম. কামরুজ্জামান রাজশাহী , আমিরুল ইসলাম কুষ্টিয়া, আজিজুর রহমান আক্কাস কুষ্টিয়া, আবু আহমদ আফজালুর রশিদ বাদল কুষ্টিয়া,শহী উদ্দিন মেহেরপুর, খোন্দকার আব্দুল হাফিজ নড়াইল, সোহরাব হোসেন মাগুরা, এম. রওশন আলী যশোর , সুবোধ কুমার মিত্র যশোর, মোহাম্মদ মহসীন খুলনা।