১৭ আগস্ট ১৯৭১ঃ মৌলবি ফরিদ আহমদ
শান্তি ও কল্লান সমিতির উদ্যোগে ঢাকায় দুদিন ব্যাপী এক সম্মেলনে মুসলিম ব্রাদার হুড নামে একটি সংগঠন গড়ে তোলা হয় যার স্থায়ী কার্যালয় ঢাকায় নির্ধারণ করা হয়। ২য় দিনের অধিবেশন উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার উপ রাষ্ট্রদূত হাসান রেইফ। সম্মেলনে সভাপতিত্ব করেন মৌলবি ফরিদ আহমদ। মৌলবি ফরিদ আহমদ বলেন তারা ইসলামিক কমনওয়েলথ প্রতিস্থা করেছেন এবং এ ব্যাপারে সহযোগিতার জন্য ইসলামিক কনফারেন্স সভাপতিকে তিনি ১৬ দফা দাবী দিয়েছেন।
নোটঃ মৌলবি ফরিদ আহমদ আন্তজার্তিক শান্তি কমিটি গঠন করেছেন।