You dont have javascript enabled! Please enable it!

১৭ আগস্ট ১৯৭১ঃ পাকিস্তানের উচিত আসাম দখল করে নেয়া — লাহোরে গোলাম আজম

পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম ঢাকা থেকে লাহোর বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের বলেন, ভারত কার্যত পাকিস্তানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং যুদ্ধের মাধ্যমেই পাকিস্তানকে তার জবাব দেয়া উচিত। তিনি বলেন ভারত পাকিস্তানকে ভাঙ্গার জন্য পূর্ব পাকিস্তানে সশস্র অনুপ্রবেশকারী পাঠাচ্ছে। এখন শক্তি দিয়ে হামলা মোকাবিলার জন্য একমাত্র পথই পাকিস্তানের খোলা রয়েছে। তিনি বলেন কালবিলম্ব না করে পাকিস্তানের উচিত এখন ভারত আক্রমন এবং আসাম দখল করে নেয়া।

ভারত যে তার আক্রমণাত্মক মনোভাব অব্যাহত রাখতে ইচ্ছুক ভারত সোভিয়েত চুক্তি থেকে তা বুঝা যায়। পাকিস্তানের প্রয়োজনের সময় চীন পাকিস্তাঙ্কে সমর্থন দেয়ায় চীনের প্রশংশা করেন। গোলাম আজম আওয়ামী লীগের ৮৮ জন জাতীয় পরিষদ সদস্যের আসন বহাল থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন এদের প্রায় সকলেই ভারতে অবস্থান করছেন। উদাহরন দিয়ে তিনি বলেন বহাল এমএনএদের মধ্যে ক্যাপ্টেন সুজাত আলী এখন বিদ্রোহীদের অস্র প্রশিক্ষক আর আব্দুল মালেক উকিল হলেন বিদ্রোহীদের নেতা। তিনি বলেন মনোভাব পরিবর্তন করলে বহাল এমএনএ গন তার দলে যোগ দিলে সাদরে গ্রহন করা হবে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!